A Self(ish) Reflection

It feels like forever.

I looked into the mirror of truth,

A reflection rose up from the depth of the crucked glass

And it scared me.

_________________________

Long had it been since I sought myself,

My soul, my dreams, my likes and despairs.

Only today in the mirror I see, a broken picture,

An old symphony.

_________________________

And I listen to the vibrations

In the molecules in the mercury behind the glass

Struggling to keep the weight of my past at bay.

I am lost from me.

__________________________

Lost beneath, lost a far, lost alone

Lost in her, I am lost forever it seems,

in the passage of time I chose to be.

Lost for me.

_________________________

A selfish reflection really…!

Believes…

Sometimes you just have to believe,

In inevitability.

Knowing something sometimes can scare you

For the grim ending to a story waiting in the distance

Seems so far away yet

close enough to send chills down your spine.

And I, still wonder sitting in my lonely box

What if what was said and done

is all that you and I believe.

Sitting in the darkness about to take a piece of me.

So, may be only may be I believe

for once in the bleakest of reality,

My light is gone for good, and I

Embrace the blinding darkness in me.   

লাল চাদরে ঢাকা…

কোথাও কোন মানুষ নেই,

সহস্রের ভিড়ে নগরী আমার

করছে খাঁ খাঁ।

 

তাদের চোখে সাদা কাপড় বাধা।

দেখেও যেন দেখল না

মানুষ এবং অমানুষের সীমারেখা।

 

লাল চাদরে  ঢাকা শহর আমার

আগলে রেখেছে সত্যি এক 

যেন কেউ দেখে না, জেনে ও অজানা।

 

কালো পিচের রাস্তা আর নয়,

লোহিত কণায় প্লাবিত অমানুষের তটিনী

মেটায় কোন মানুষের তৃষা ?

বর্ণচোরা…

সাদা কাগজের কাছে প্রশ্ন,

তুমি কেন এমন বর্ণ প্রেমে আক্রান্ত হতে গেলে?

তুমি তো ছিলে আমারই মত, শূন্য।

কেন মিছেমিছি বর্ণচোরা হতে গেলে?

____________________________

কেন তুমি এত আনমনা?

আঁচড়ের পর আঁচড় যারা দেগেছে তোমার বুকে,

তুমি তাদেরই গল্প বলে আত্মহারা।

তুমি কার সাথে খেলছ এই কপট খেলা?

___________________________

মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা, যখন

তুমি ছিলে আমার স্বপ্ন পটভূমি, ভাবের মায়া-পুরি।

কেন ধরা দিলে এই বাহ্যিক আবরণে, কেন হতে গেলে

সীমিত শুধুই বর্ণমালায় ?

___________________________

Minds Lost…

I am not what I am each morning,
I am not who I was last night.

I don’t think i can love you like I did yesterday,
I don’t remember the time I had passed in your eyes.

I guess I was not who you thought, maybe I am not myself today,
But I know that I have tried time enough to have hurt you in my own way.

You have seen my gray smile creeping up on your loving lips,
I remember how I burnt them down with all intent to kill.

I guess I was not the one you wanted; I guess you took me wrong,
But I will make things right today, when you will have forgone…

কারবারি…

গোধূলিতে দেখা হবে, যখন উড়বে নিশান।
কথা ছিল এমনই। সে কি আজ…?
বাঁধা ছিল শত শত, দুর্গম ভোলা পথ।
তবুও আমরা চলেছি, থেমে নেই তো কাজ।

যেখানে কোলাহল থমথমে, সবাই নির্বাক।
হাতের মুঠোয় সর্বমূল্য, ফসকে গেলে যাক।
সামনে সবই ধুলো ধুলো, আছে শুধুই বিশ্বাস,
অন্ধ পথেই হেটে চলে মৃত্যু সাগর পাড়।

পৌঁছে না আলো-হাওয়া, গভীর ঘোলা জলে,
জীব ও জড়ের তফাৎ কোথা? জ্ঞান আহারণে।
জ্ঞানই যদি পথ দেখাবে, হয় যদি সে কাণ্ডারি,
অজানাকে জানতে চাওয়া কেন হবে কারবারি।

দেখছে যারা, শুনছে কত, বলবেই বা কী?
আমরা মানুষ সাক্ষ্য দিলাম তাদেরই নামটির।
এখন তাদের কাদা মুখে সাদা সে এক হাসি,
সত্য-মিথ্যা সব গুলিয়ে শুনছি ক্ষীণ সুরের বাঁশি।।